মুফতি ইকবাল হোসেন মাদানী, নির্বাহী প্রিন্সিপাল

নির্বাহী প্রিন্সিপাল

মুফতি মাওলানা ইকবাল হোসেন মাদানী একজন উচ্চ যোগ্যতাসম্পন্ন শিক্ষা প্রশাসক এবং তরুণ মুফতি ও মুহাদ্দিস, যিনি শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি শিক্ষা ও প্রশাসনে ১৫ বছরের অভিজ্ঞতা অর্জন করেছেন এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি ভালোবাসা জাগিয়ে তোলার ক্ষেত্রে দক্ষ নেতৃত্বের পরিচয় দিয়েছেন।

তিনি জামিয়া কাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল সিলেট থেকে ‘তাকমিল ফিল হাদিস’ ডিগ্রি অর্জন করেছেন এবং ঢাকার জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মিরপুর থেকে ইফতা সম্পন্ন করেছেন। তিনি বর্তমানে সিলেটের জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া বিশ্বনাথের সহকারী মুফতি ও মুহাদ্দিস এবং আল আশরাফ ছাত্র ছাত্র সংসদের নির্বাহী সভাপতি।
দারুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার নির্বাহী প্রিন্সিপালের দায়িত্ব নেওয়ার জন্য আমরা তাঁকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই। তাঁর যথাযথ দিক নির্দেশনায় এগিয়ে যাক তাঁরই গ্রামের এই প্রতিষ্ঠান দারুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা।