পরীক্ষার রুটিন

55

মাদ্রাসার পক্ষ থেকে অভিভাবকদের জন্য কিছু শিক্ষামূলক পরামর্শ

আপনার সন্তানকে প্রতিদিন সময়মতো মাদরাসায় পৌঁছে দিন এবং ছুটির সময় মাদ্রাসা গেইট থেকে সন্তানকে রিসিভ করুন I প্রতিদিনের পড়ালেখার খোঁজখবর রাখুন I প্রতিদিনের খাতার লেখার প্রতি গুরুত্ব দিন I বাড়িতে লেখাপড়ার জন্য বেশ গুরুত্ব দিন I পরিবারের যে কোনো সদস্য ও তার জন্য অতিরিক্ত সময় ব্যয় করুন I তবে হ্যাঁ, লেখাপড়ার জন্য তাকে কোন প্রকার শাস্তি দেয়া যাবে না I খাতার লেখা প্রতিদিন চেক করুন I সন্তানকে গুরুত্ব দিন I সন্তানের মেজাজ বুঝার চেষ্টা করুন, তাদেরকে সময় দিন I সময় পেলে তাদের নিয়ে ঘুরতে বের হন I প্রয়োজনে শিক্ষকদের সহায়তা নিন I সন্তানকে নিজে নিজে পড়ার অভ্যস্ত করুন I প্রয়োজনে তাকে সহায়তা করুন I প্রতিদিন মাদ্রাসায় আসতেই মুখে মাস্ক এবং সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে দিন I অশ্লীল সিনেমা, টিভি, মোবাইল থেকে আপনার সন্তানকে দূরে রাখুন I নিজে নামাজ পড়ুন সন্তানকে নামাজের জন্য উৎসাহিত করুন I

ঘোষণায়:

মাওলানা জুনায়েদ আহমদ সাহেব (শিক্ষা সচিব)

(অফিস) : 01793-353334