লেখাপড়ার পাশাপাশি খেলাও ছাত্রদের জন্য খুব জরুরী । খেলায় মানসিক প্রশস্তা বাড়ে।
১। খেলাধুলা না করলে নিছক বিদ্যা অনুশীলনে যৌবনের উদ্যম, শক্তি ও কর্মক্ষমতার অপচয় ঘটবে ।
— ব্যারন পিয়ারে দ্যা কুবার্তো
২। সংগ্রামী জীবনে মানুষকে উপযুক্ত করে গড়ে তুলবার জন্য খেলাধুলার ভূমিকা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ।
৩। শরীরচর্চা ও খেলাধুলাতে জীবনের প্রথম থেকেই উদ্যোগী হওয়া প্রয়োজন যাতে এর সুফল সারাজীবন ধরে ভোগ করা যায় ।
৪। বুড়ো হয়ে যাওয়ার কারণে আমরা খেলাধুলা থামাই না, বরং খেলাধুলা থামাই বলেই আমরা বুড়ো হয়ে যায়।
৫। বাচ্চাদের স্বাধীনতা ও খেলার সময় দুটোই দেয়া উচিত। খেলাধুলা কোনো বিলাসীতা নয় বরং এটা প্রয়োজনীয়তা।
Please contact the office for the enrolment information. You may stop by the office to get an early bird opportunity. Phone 8801793353334 and email: dqinternational20@gmail.com or contact@dqinternational.org